ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে পরিবহন শ্রমিক-ছাত্রলীগ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
সিলেটে পরিবহন শ্রমিক-ছাত্রলীগ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর  সংঘর্ষে ভাঙচুর করা গাড়ি। ছবি: আবু বকর

সিলেট: ভাড়া ছাড়া গাড়ি নিতে জবরদস্তি এবং কথা কাটাকাটির জের ধরে সিলেটে ছাত্রলীগ পরিচয়ধারী কিছু যুবকের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।
 
শ্রমিকরা অভিযোগ করেন, ছাত্রলীগ পরিচয়ধারী ওই যুবকরা চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ডে এসে বিনা ভাড়ায় গাড়ি নেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা অপারগতা প্রকাশ করেন।

 

এ নিয়ে কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়।

সাব্বির নামে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে এসময় এক শ্রমিককে মারধর এবং স্ট্যান্ডের দু’টি লাইটেস ও একটি কার ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে।  

সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হামলাকারীদের দু’জনকে আটক করে। তবে, তাৎক্ষণিক তাদের নাম ও রাজনৈতিক পরিচয় মেলেনি।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।