ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
মানিকগঞ্জে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ঘিওর এবং দৌলতপুর উপজেলার একটি করে ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরআগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ঘিওর এবং দৌলতপুর উপজেলার একটি করে ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন ও বিএনপি মনোনীত প্রার্থী মীনার হোসেন চৌধুরীসহ স্বতন্ত্র পদে আরও দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও তিনটি সংরক্ষিত নারী আসনে মোট নয়জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মোট ৩১ জন প্রার্থী রয়েছে। এ ইউপিতে মোট ভোটার রয়েছে ৭ হাজার ৮৬৯ জন।

অন্যদিকে, ঘিওর উপজেলার বরাটিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২ হাজার ৭৪৫ জন।

দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৬ জন।

নির্বাচনী কর্মকর্তা মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, এরআগে ২০১২ সালে সর্বশেষ হরিরাপুরের লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ার কারণে এ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে, ঘিওর ও দৌলতপুর উপজেলার সাধারণ ওয়ার্ডের সদস্যরা মারা যাওয়ায়, ওয়ার্ড দু’টিতে উপ-নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।