ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সলঙ্গার ঘুড়কায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সলঙ্গার ঘুড়কায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

সিরাজগঞ্জ: কেন্দ্র দখল, ভোটদানে বাধা ও জাল ভোট দেওয়ার অভিযোগ এনে সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা নির্বাচন বর্জন করেছেন।

রোববার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঘুড়কা বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, সরকার দলীয় প্রার্থী জিল্লুর রহমান সরকারের সমর্থকরা বিএনপি সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।

এছাড়াও কেন্দ্র দখল করে জাল ভোটের উৎসব চালিয়েছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা। বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। সুষ্ঠু পরিবেশ না থাকায় এ নির্বাচনে জনগণের রায়ের কোনো প্রতিফলন ঘটবে না। এসব কারণে নির্বাচন থেকে সরে দাড়াতে বাধ্য হচ্ছি। এ সময় তিনি অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানান।

প্রসঙ্গত, সলঙ্গার ঘুড়কা, শাহজাদপুরের সোনাতানি বেলকুচির রাজাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।