সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মধুর ক্যান্টিন থেকে বের হয়ে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে সমাবেশ করে তারা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্সের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দফতর সম্পাদক শ্যামল বর্মন, অর্থ সম্পাদক রোখসানা আফরোজ আশা, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পাদক আলমগীর হোসেন সুজন প্রমুখ।
নাসির উদ্দীন প্রিন্স বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা মতের মানুষ গড়ে ওঠে। সবাই মুক্ত চিন্তা করে। কিন্তু বঙ্গবন্ধু হলে শুধু ছাত্রফ্রন্ট করার কারণে শুভকে বের করে দিয়েছে ছাত্রলীগ। তাকে হল থেকে বের করার আগে মানসিকভাবে নির্যাতন করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করায় ১৬ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র সোহাইল আহমেদ শুভকে বের করে দেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জেডএম/