সোমবার (১৭ এপ্রিল) ভোরে কক্সবাজারের রামু উপজেলার গহীন অরণ্যে ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল বৈদ্যপাড়ায় দুর্বৃত্তরা তাকে ছেড়ে দিয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনোয়ার সাদেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরে এসে মো. ইউনুছ জানান, মুক্তিপণের টাকার জন্য তাকে দীর্ঘ ৪৬ ঘণ্টা কালো পাহাড়ে হাত-পা বেঁধে চরম নির্যাতন করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। তার মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ চায় তারা। পরে এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কৃষ্ণ কুমার দাশ বাংলানিউজকে জানান, অপহরণকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ঘোনা পাড়ার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল তাকে।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসআই