ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাভারে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুন ৫, ২০১৭
সাভারে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

সাভার(ঢাকা): সাভারে পৌর যুবলীগ নেতা হত্যার ঘটনায় কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্লাকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলা দায়ের কর‍া হয়েছে।

সোমবার (০৫ জুন) ভোরে নিহতের পরিবারের সদস্যরা এ মামলাটি দায়ের করেন।

এর আগে রোববার (০৪ জুন) জমি দখলকে কেন্দ্র করে সাভারের জামসিং টেউটি এলাকায় সাভার পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালকে টেটা দিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

এ সময় আহত হন আরো ১০জন।

মিনাজ উদ্দিন মোল্ল‍ার স্ত্রী বাংলানিউজকে জানান, ভোরে কাউন্সিলর মিনাজের জামসিংয়ের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে পুলিশ। প্রায় পাঁচ গাড়ি পুলিশ তার বাসায় তল্লাশি করে। গত মাসের ২৬ তারিখ থেকে চিকিৎসার জন্য মিনাজ ভারতে রয়েছে। তবুও তার নামে মামলা কিভাবে হয়? পূর্ব শক্রতার জের ধরে কাউন্সিলরের নামে নিহতের পরিবারের সদস্যরা মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ করেছেন কাউন্সিলরের স্ত্রী নার্গিস আক্তার।

নার্গিস বলেন, এ হত্যাকাণ্ডের মূলহোতা টেউটি এলাকার আব্দুল কাদের ও এর বাহিনীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ইন্টিলিজেন্ট অ্যান্ড কমিউনিটি পুলিশের ইনেসপেক্টর মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, যুবলীগ নেতা হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে এবং মামলার আসামিকে ধরতেই আমাদের অভিযান চলছে।

আমাদের কাছে তথ্য ছিলো আসামি বাড়িতে আত্মগোপন করে রয়েছেন তাই ফৌজদারি বিধি অনুসারে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে যদি কাউন্সিলর মিনাজ  এ ঘটনায় জড়িত না থাকেন তবে সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ওই কাউন্সিলরের নামে মামলা দেওয়ায় তার বাসভবনের সামনে স্থানীয় কয়েক’শ নারী বিক্ষোভ করেছেন।

দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে যুবলীগ নেতার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।