ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতার দণ্ড, বৃহস্পতিবার ঝিনাইদহে অর্ধদিবস হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বিএনপি নেতার দণ্ড, বৃহস্পতিবার ঝিনাইদহে অর্ধদিবস হরতাল ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান

ঝিনাইদহ: ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহে হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।  

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম এ মজিদ।

 

তিনি বলেন, ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ঝিনাইদহে হরতাল করবো আমরা।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পৃথক ধারায় মসিউর রহমানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা জরিমানা ও তার ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে যশোরের স্পেশাল জেলা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।