ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় বিএনপির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
কুমিল্লায় বিএনপির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে দুটি পৃথক ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ ও দেবিদ্বার উপজেলায় বিএনপির ১৮৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে দুই উপজেলায় দুটি মামলা করা হয়।

সদর দক্ষিণ মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনসহ ৭৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন স্থানীয় ছাত্রলীগ নেতা ভুট্টো।

 

দেবিদ্বার থানায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ জনসহ ১১৩ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে যাওয়ার পথে পল্লি বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হন বিএনপি নেতা ও দক্ষিণ পেরুল ইউনিয়নের মেম্বার শরীফসহ কর্মীরা। ওইদিন খালেদা কুমিল্লা অতিক্রম করার পর কুমিল্লা-নোয়াখালী সড়কের বাগমারার জামতলী এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা দেখিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়।  
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগমারা (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সভাপতি মানিক মিয়া অভিযোগ করেন, অব্যবহৃত একটি মোটরসাইকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে।

একইদিন বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে আসা দেবিদ্বার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দেবিদ্বার উপজেলা বিএনপির ১১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুলসহ নেতা-কর্মীদের আসামি করে এ মামলা করা হয়।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান
মুন্সী জানান, বিএনপি চেয়ারপারসন কক্সবাজার যাওয়ার পথে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে এবং আমাদের নেতাকর্মীদের প্রায় ৭/৮টি মোটরসাইকেল ভাংচুর করে। এখন উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।