ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে ছাত্রলীগ নেতা ইমন হত্যায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
যশোরে ছাত্রলীগ নেতা ইমন হত্যায় মামলা

যশোর: যশোর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে বলেন, ইমন হত্যার ঘটনায় সব বিষয়কে গুরুত্ব দিয়ে পুলিশি তদন্ত চলছে।

নিহতের বাবার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুত জড়িতদের আটক করা হবে।  

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে দুর্বৃত্তরা ইমনকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে জেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইমন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।