ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষ ব্যালটে উপযুক্ত শিক্ষা দেবে: মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
দেশের মানুষ ব্যালটে উপযুক্ত শিক্ষা দেবে: মওদুদ জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভা/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের জনগণ একবার যদি সুযোগ পায়, ব্যালটের মাধ্যমে তাদের (আওয়ামী লীগকে) উপযুক্ত শিক্ষা দেবে।  

শুক্রবার (০২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, যতই ষড়যন্ত্র করেন না কেন খালেদা জিয়া জামিন পাবেন এবং মুক্ত হয়ে আসবেন।

জেল থেকে বের হলে খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও দ্বিগুণ হবে।  

মওদুদ বলেন, এই সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেল অথচ কোনো একজনকে ধরা গেলো না। আমাদের নেতাকর্মীদের সন্দেহজনক কোনো কিছুতে ধরে মামলা দেয়া হচ্ছে। এদিকে হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এতে কারো বিচার হয়নি।  

দুর্নীতির উপর শ্বেতপত্র প্রকাশ করা হবে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আগামী দিনে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জেলা থেকে শুরু করে মন্ত্রী, এমপিসহ সব পর্যায়ের কোন মন্ত্রী কত টাকার দুর্নীতি করেছে তার বিবরণী প্রকাশ করা হবে।

এই সরকারের আমলে আমি দুবার জেলে গেছি। অনেকে বলে মওদুদ সাহেব জেলে যেতে চান না। আমি এ পর্যন্ত ৮ বার জেলে গেছি। সুতরাং জেলে যাওয়ার ভয় আমার নেই।

এসময় এনপিপি'র সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।