ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নারীর ক্ষমতায়-উন্নয়ন নামে ধারা যুক্ত করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
‘নারীর ক্ষমতায়-উন্নয়ন নামে ধারা যুক্ত করুন’ সভায় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলীসহ অন্যরা। ছবি: মহসিন

ঢাকা: বাংলাদেশ কংগ্রেসের মূলনীতিতে ‘নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক’ একটি ধারা যোগ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী।

রোববার (৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ কংগ্রেসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

বাবলী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর দীর্ঘদিন এদেশের উন্নয়ন বন্ধ ছিল।

দীর্ঘসময় পরে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবার উন্নয়নের ধারা শুরু হয়েছে।

বর্তমানে জাতীয় সংসদে ৭২ জন নারী সদস্য আছেন উল্লেখ করে বাবলী বলেন, আমাদের দেশে নারীর ক্ষমতায়ন বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সংসদের স্পিকার ও বিরোধীদলীয় নেতাও নারী।  

জাতীয় কংগ্রেস নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনাদের দলের সাতটি মূলনীতির প্রথম নীতিটি ‘মুক্তিযুদ্ধের চেতনা’ দেখে আমার খুব ভাল লেগেছে। আমি অনুরোধ জানাবো আপনারা এ সাতটি মূলনীতির সঙ্গে আরো একটি ধারা যুক্ত করবেন। যেটা হবে ‘নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’।

অনুষ্ঠানের সভাপতি সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনার মূল বিষয় ‘দুর্নীতিরোধে রাজনীতিবিদদের ভূমিকা’। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। প্রত্যেক দলের উচিত দলীয় নেতাকর্মীদের সততা ও নৈতিকার চর্চা করতে উদ্ধুদ্ধ করা।

তিনি বলেন, বর্তমান ধারার অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে মেধাবী প্রজন্মের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতি প্রচলন ঘটাতে হবে। এ লক্ষ্যে গত ৫ বছর ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কংগ্রেস।

সভায় আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাপ্পী সরদার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।