বুধবার (৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে আল জান্নাত ইসলামকি এডুকেশন ইনস্টিটিউটের ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জঙ্গিরা কৌশলে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে।
তাদের রুখে দিতে হবে। জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এসময় তিনি আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক বরাদ্দ দিয়েছেন। কিছুদিন আগেও মাদ্রাসা পড়ুয়াদের সরকারি চাকরি দিয়েছে আওয়ামী লীগ সরকার।
যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুম বিল্লাহ, জেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই