ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনার শহীদ হাদিস পার্কে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
খুলনার শহীদ হাদিস পার্কে মিছিল-সমাবেশ নিষিদ্ধ খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ক

খুলনা: খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে আগামী ১০ মার্চ (শনিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

একই দিনে একই সময়ে এবং একই স্থানে পরস্পর বিরোধী দু’টি রাজনৈতিক দল সমাবেশ আহ্বান করায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (৯ মার্চ) কেএমপির কমিশনার মো. হুমায়ুন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একই দিনে অর্থাৎ ১০ মার্চ শহীদ হাদিস পার্কে বিকালে সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়।

ওই একই সময়ে মহিলা আওয়ামী লীগ হাদিস পার্কে সমাবেশ করার জন্যও অনুমতি চায়।  

একই দিনে একই সময়ে একই স্থানে দু’টি পরস্পর বিরোধী রাজনৈতিক সংগঠন সমাবেশ করার অনুমতি চাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান জানান, ১০ মার্চ (শনিবার) হাদিস পার্কে মহিলা আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করেছে।

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নজারুল ইসলাম মঞ্জু বাংলানিউজকে বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দল হাদিস পার্কে সমাবেশ আহ্বান করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।