ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একইস্থানে মাহফিল ও আ'লীগের সমাবেশ, ১৪৪ জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
একইস্থানে মাহফিল ও আ'লীগের সমাবেশ, ১৪৪ জারি

যশোর: যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপ একইস্থানে ওয়াজ মাহফিল ও ৭ই মার্চ উপলক্ষে সমাবেশ আহ্বান করায় অপ্রীতিকর ঘটনায় এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (১০ মার্চ) বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ বেগম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, শনিবার উপজেলার জহুরপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের হামিদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের দু’গ্রুপ একই সময় ও একইস্থানে ওয়াজ মাহফিল ও ৭ মার্চ  উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে।

বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। ফলে এ ধারা বলবৎ থাকাবস্থায় ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতিত পাঁচ জনের বেশি লোক একত্রিত হতে পারবেন না।

এলাকাবাসী সূত্রে জানা যায়, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় গ্রুপের আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ পাটোয়ারী সমর্থকরা ওয়াজ মাহফিলের আয়োজন করে। এর পরপরই নূর মোহাম্মদ পাটোয়ারীর ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী সমর্থকরা একইস্থানে ৭ মার্চ উপলক্ষে সমাবেশের ডাক দেন। এতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ১৪৪ ধারা জারি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেন, বাঘারপাড়ার আমাপর মানুষকে আমি ভালোবাসি বলেই তাদের মূল্যবান ভোটে আমি একবার উপজেলা চেয়ারম্যান ও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এজন্য আমার চেতনা সম্পর্কে মানুষের যথেষ্ট ধারণা আছে। তবে, যারা ধর্মীয় ওয়াজ মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষে ঐতিহাসিক ৭ মার্চকে ব্যবহার করেছেন তারা দলের শত্রু। এরা কখনোই আওয়ামী লীগের কান্ডারি হতে পারেনা, বরং এ কান্ড ঘটিয়ে ধর্ম পরায়ন কিছু মানুষের কাছে আওয়ামী লীগকে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে।

যদি তাদের ৭ মার্চের কর্মসূচি করার প্রকৃত ইচ্ছা থাকতো, তাহলে ৭ মার্চেই করতে পারতো অথবা অন্যস্থানে করতে পারতো, এতে ওয়াজ মাহফিল বন্ধের দরকার পড়তো না।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।