ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে ভোট শেষ, চলছে গণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
সুন্দরগঞ্জে ভোট শেষ, চলছে গণনা সুন্দরগঞ্জে ভোট শেষ, চলছে গণনা

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে চলছে গণনা। 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোট ১০৯টি কেন্দ্রে ভোট শেষে কিছুক্ষণ বিরতি দিয়ে শুরু হয়েছে গণনা। তারা আশা করছেন, সন্ধ্যা নাগাদ আসতে শুরু করবে ভোটের ফলাফল।

রাতেই জানা যাবে কে হচ্ছেন সুন্দরগঞ্জের সংসদ সদস্য।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয় নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বিঘ্নে ভোট উৎসব শেষ করতে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের।  

উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা প্রতীক), জাতীয় পার্টি  সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম প্রতীক) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন।  

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে আসনটি আবারও শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।