ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হচ্ছেন এরশাদ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হচ্ছেন এরশাদ! হুসেইন মুহম্মদ এরশাদ/ফাইল ফটো

সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

বুধবার (৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (৯ নভেম্বর) এরশাদ সাতক্ষীরা সফর করতে পারেন বলেও জানান তিনি।

এই আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের জগলুল হায়দার। তিনি মাটি ও মানুষের এমপি হিসেবে বেশ আলোচিত। তবে দলীয় গ্রুপিং তাকে ভোগাতে পারে। এই আসনে জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামও নির্বাচন করতে পারেন স্বতন্ত্র থেকে।  

নবম জাতীয় সংসদে এই আসনে মহাজোটের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির গোলাম রেজা। সম্প্রতি তিনি একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিয়েছেন। তবে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মহাজোট হলে এরশাদ প্রার্থী থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।