ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন, প্রতিক্রিয়ায় আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন, প্রতিক্রিয়ায় আ’লীগ মাহবুব-উল আলম হানিফ/ফাইল ফটো

ঢাকা: ঘোষিত তফসিল অনুযায়ীই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। একই সঙ্গে তিনি সব দলকে নির্বাচনে ‍অংশগ্রহণের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।

মাহবুব-উল ‌আলম হানিফ বলেন, আমরা আশাকরি নির্বাচন কমিশন যে শিডিউল ঘোষণা করেছে, সে অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্দিষ্ট সময় ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘আমরা মনে করি নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল; শিডিউল ঘোষণার মধ্যদিয়ে তা কেটে গেছে। ’ 

হানিফ বলেন, তফসিল ঘোষণার পর সব রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এটি আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।