ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনকে ব্যাহত করতেই খালেদার বিরুদ্ধে নতুন রায়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
নির্বাচনকে ব্যাহত করতেই খালেদার বিরুদ্ধে নতুন রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: জাতীয় নির্বাচন ব্যাহত করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। 

তিনি বলেছেন, নির্বাচনের আগে দেশের বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে উচ্চ অাদালতের রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, এ রায় জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। ঐক্যফ্রন্ট ও নির্বাচন প্রতিহত করতেই এ রায় দেওয়া হয়েছে। অামরা অাশা করেছিলাম, নির্বাচনের অাগেই চেয়ারপারসন মুক্তি পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু সরকার অাদালতকে ব্যবহার করে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেওয়া হয়েছে।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মিলে ৬০টির বেশি অাসন হবে না। তবে পরবর্তীতে সঠিক সংখ্যা জানতে পারবেন

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
টিএম/ইএঅার/এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।