ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাত বাড়তেই আরো সরগরম গুলশান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
রাত বাড়তেই আরো সরগরম গুলশান বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে ভিড় বাড়ছেই

ঢাকা: সারাদিন বিএনপির মনোনয়ন কেন্দ্র করে নেতাকর্মীদের ভিড় ছিল গুলশানে। বিকেল-সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসতেই আরো সরগরম হয়ে উঠছে এ কূটনৈতিক পাড়া। বিএনপি মহাসচিবের নির্দেশ অমান্য করেই মিছিল-স্লোগানে উত্তপ্ত করে তুলছেন গোটা এলাকা।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে প্রার্থীদের। ফলে মনোনয়নপ্রত্যাশী নেতার সমর্থকদের কারণে দলীয় কার্যালয় এলাকায় বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে।

কার্যালয়ের আশপাশের এলাকা ঘুরে এচিত্র দেখা যায়।    

সকাল থেকে গুলশান কার্যালয়ে এসে জড়ো হন মনোনয়নপ্রত্যাশী ও কর্মী-সমর্থকরা। সঙ্গে উৎসুক জনতাও রয়েছেন। কয়েক হাজার মানুষ কার্যালয়ের আশপাশে অবস্থান নেন।

দুপুর সাড়ে ১২টা থেকে মনোনয়ন চিঠি বিতরণ শুরু হয়। এদিন ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ বাকি বিভাগগুলোর প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে।              

সোমবার (২৬ নভেম্বর) গভীর রাত পর্যন্ত রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগের মনোনয়নপত্র প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়।  

মনোনয়ন কেন্দ্র করে গণমাধ্যমকর্মীরাদেরও ঘুম হারাম। সংবাদ সংগ্রহের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।  

ঢাকা মহানগর ছাত্রদল নেতা সরকার জসিম উদ্দিন সম্রাটও সকাল থেকে গুলশান কার্যালয়ে অপেক্ষা করছেন। তার নেতা শওকত মাহমুদ কুমিল্লা-৫ আসনে মনোনয়নের চিঠি নিতে আসবেন। তাই এ অপেক্ষা। কিন্তু তিনি এখন পর্যন্ত না আসায় অপেক্ষা করছেন বলে জানান।  

শুধু সম্রাট নয়, এরকম বহু নেতাকর্মী দিনভর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষার প্রহর গুনছেন। ফলে লোকসমাগম বেড়েই চলেছে। হিমশিম খেতে হচ্ছে কার্যালয়ের নিরাপত্তাকর্মীদের।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।