ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যে কোনো সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
যে কোনো সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ! হুসেইন মুহম্মদ এরশাদ/ফাইল ফটো

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যে কোনো সময় সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসার জন্য তিনি নিয়মিত সিঙ্গাপুর গেলেও এবার যাবেন পার্টির মনোনয়নবঞ্চিত নেতাদের তোপের মুখ থেকে বাঁচতে।

পার্টির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা যায়।
 
তারা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনে প্রার্থী দেওয়ার জন্য সারাদেশের নেতাকর্মীদের মনোনয়নপত্র কিনতে বলা হয় পার্টির পক্ষ থেকে।

এসব নেতাদের মধ্যে প্রায় তিন হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে। প্রাথমিক বাছাইয়ে সহস্রাধিক প্রার্থীর তালিকা করা হয়। সেখান থেকে ৩শ আসনে প্রার্থী ঘোষণার কথা ছিল সোমবার (২৫ নভেম্বর)।
 
ওইদিন দুপুর ৩টায় সংবাদ সম্মেলন করে প্রার্থী ঘোষণার কথা থাকলেও সেখানে উপস্থিত হননি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মহাজোটের সঙ্গে নির্বাচন করতে গিয়ে ৫০টির কম আসনের জন্য দফারফা হয়েছে বলেই সূত্রের খবর।

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে জাপা কার্যালয়ে উপস্থিত মনোনয়নপ্রত্যাশীরা ৩শ আসনে প্রার্থী দেওয়ার দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
 
এ কারণে প্রার্থী তালিকা প্রকাশ না করেই সংবাদ সম্মেলন শেষ করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সোমবারের পর থেকেই জাপা কার্যালয়ে অবস্থান করছেন মনোনয়নপ্রত্যাশীরা। অনেকেই ছুটছেন চেয়ারম্যান ও মহাসচিবের বাসভবনে।
 
বিক্ষুব্ধ নেতাদের রোষানল থেকে বাঁচতে জাতীয় পার্টির চেয়ারম্যান যে কোনো সময় সিঙ্গাপুর চলে যাচ্ছেন বলে বাংলানিউজকে জানিয়েছে পার্টির দায়িত্বশীল সূত্র।

সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান এরশাদ। তবে ঠিক কারণে গিয়েছিলেন সেটা স্পষ্ট নয়।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।