ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন মাহী বি চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন মাহী বি চৌধুরী মনোনয়নপত্র জমা দিলেন মাহী বি চৌধুরী

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ-১ আসন (সিরাজদিখান-শ্রীনগর) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। 

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানবীর মোহাম্মদ আজিমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তার ছেলে-মেয়েসহ দলীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

 

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেমের পক্ষে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মনোনয়ন জমা দেন। বিএনপি মনোনীত আরেক প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্ সিরাজদিখান উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দেন।  

শ্রীনগর উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী কে এম আরিফুল ইসলাম, বিএনপি মনোনীত আরেক প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর শরাফত আলীর সপুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা মনোনয়নপত্র জমা দেন। বিএনপির আরেক প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাবেরুল ইসলামের কাছে।  

মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ-গজারিয়া) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।  

এদিকে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন মনোনয়নপত্র জমা দেন।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন।  

এদিকে, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে টংগিবাড়ী উপজেলার বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।