ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি’র প্রার্থী ইকবালসহ ৭ জনের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
ময়মনসিংহে বিএনপি’র প্রার্থী ইকবালসহ ৭ জনের জামিন বিএনপি’র প্রার্থী ইকবালসহ ৭ জনের জামিন

ময়মনসিংহ: ময়মনসিংহে ‘গায়েবি মামলায়’ জামিন নিয়েছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন।

বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে জেলা জজ আদালত থেকে তিনি এই জামিন নেন।  

এই সময় তার সঙ্গে আরো ছয় বিএনপি নেতা জামিন পান।

তারা হলেন- উত্তর জেলা যুবদল সভাপতি শামছুল হক শামছু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, বিএনপি নেতা শাজাহান কবীর হীরা, যুবদল নেতা সৈয়দ তৌফিক, ছাত্রদল নেতা রাঙ্গা ও পাপ্পু।  

মামলার আইনজীবী ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান বলেন, নির্বাচনী মাঠ নিরপেক্ষ অবস্থানে নেই। মিথ্যা-বানোয়াট গল্প সাজিয়ে পুলিশের দায়ের করা গায়েবি মামলায় একপক্ষ আদালতে ব্যস্ত থাকবে,  আর অন্যপক্ষ প্রশাসনের সহায়তায় ভোটের মাঠ দাঁপিয়ে বেড়াবে। এভাবে নিরপেক্ষ নির্বাচন হয় না। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হলে এখনই সবদলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো বিকল্প নেই।   

এই বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। এখন আমাকে ভোটের মাঠে থাকার কথা থাকলেও পুলিশের গায়েবি মামলায় আমি আদালতে। এই চিত্র দেশের সর্বত্র’।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।