ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চিকিৎসা নিতে ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
চিকিৎসা নিতে ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সিলেট: চিকিৎসার জন্য কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কঠোর পাহারায় হাসপাতালে নেওয়া হয়।  

সেখানে মেডিসিন বিভাগের চিকিৎসক আবু নাঈম মোহাম্মদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন বলে সাংবাদিকদের জানান জেল সুপার আবু সায়েম।

 

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বাবরের শারীরিক অবস্থা খারাপ হওয়াতে তাকে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কারাগারে আনা হয়।  

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরকে কিবরিয়া হত্যা মামলায় হাজির করতে সিলেট কারাগারে রাখা হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।