ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রধানমন্ত্রীর ইফতারে বিএনপি নেতারা এলে ভালো হতো’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, মে ২৭, ২০১৯
‘প্রধানমন্ত্রীর ইফতারে বিএনপি নেতারা এলে ভালো হতো’ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ঢাকা: প্রধানমন্ত্রীর ইফতারির আমন্ত্রণে বিএনপির নেতারা এলে ভালো হতো বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বিএনপির ইফতারের আমন্ত্রণ গ্রহণ করে তাদের উদ্দেশ্যে এ কথা বলেন।

রোববার (২৬ সে) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল আসেন বিএনপির পক্ষ থেকে ইফতারির আমন্ত্রণ জানাতে। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপু।

এসময় বিপ্লব বড়ুয়া তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করে বলেন, আপনারা গতকাল গণভবনে সব রাজনৈতিক দলের সৌজন্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইফতার মাহফিলে এলে ভালো হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে সব রাজনৈতিক দলের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন।  

‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গতবছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সংলাপে যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছিল, ওইসব দলের নেতাদের তিনি যথাযথভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা বিএনপিসহ ঐক্যফ্রন্টের সব নেতাদের কার্ড আরামবাগে ঐক্যফ্রন্টের কার্যালয়ে দিয়ে এসেছি এবং গতকাল (শনিবার) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি বিশেষ সহকারী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ অন্য নেতাদের সঙ্গে টেলিফোনে আমন্ত্রণের বিষয়টি অবহিত করি। তারা আমাকে জানিয়েছেন, তারা দাওয়াত পেয়েছেন। কিন্তু তাদের পূর্বনির্ধারিত একটি কর্মসূচি থাকায় আসতে পারবেন না। ’

তিনি আরও বলেন, আমরা আগামী ২৮ তারিখে ইফতার মাহফিলের দাওয়াত পেলাম। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দাওয়াত দিয়েছেন। প্রধানমন্ত্রী ২৮ মে সকালে জাপান সফরে যাবেন। আর সাধারণ সম্পাদক কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। ওনারা আজ দাওয়াত দিলেন। আমরা দলীয় হাইকমান্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
 
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।