বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিফলক স্থাপন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে মদ আর জুয়া বন্ধ করেছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ইমডেমনিটি আইন জারি করে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পুরস্কৃত করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২৪ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা তাদের শাসনামলে কোনো বিচারই করেনি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সব হত্যাকাণ্ডের বিচার করেছেন। শাস্তি কার্যকর করা হয়েছে।
গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন খান বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আরএ