ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তৃণমূল নেতাদের মতামতের গুরুত্ব দেয় আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
তৃণমূল নেতাদের মতামতের গুরুত্ব দেয় আ’লীগ

বরিশাল: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বরিশালে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরের সার্কিট হাউসের সভাকক্ষে এ সভা শুরু হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। এজন্য আজকের এ বিশেষ বর্ধিত সভার আয়োজন।  

তিনি আরও বলেন, যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃস্থানীয়রা তাদের মতামত জানাবেন আগামীতে দল ও নেতৃস্থানীয়রা কীভাবে জনতার কল্যাণে কাজ করবে। এছাড়া আগামী ২০ ও ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে এমন সভা বেশ গুরুত্ব বহন করে।

সভায় অংশ নেওয়া জেলা কমিটির সদস্যরা বলেন, এ সভা জাতীয় সম্মেলন সফল ও কার্যকরী করতে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে দিক নির্দেশনা মোতাবেক কাজ করতে সহায়ক হবে।

সভার শেষ সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এখানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্য নেতারা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।