ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের স্বার্থ রক্ষায় রাজনীতি করতে হবে: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
জনগণের স্বার্থ রক্ষায় রাজনীতি করতে হবে: জিএম কাদের সাংগঠনিক সভায় জাপা নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: জনগণের স্বার্থ রক্ষায় আমাদের সবাইকে রাজনীতি করতে হবে। রাজনীতিতে দলের মত ও পথের পার্থক্য থাকে। তবে, সংগঠনের স্বার্থে সবাইকে ছাড় দিয়ে একক নেতৃত্বে কাজ করতে হবে। একতা না থাকলে রাজনীতিতে সফল হওয়া সম্ভব নয়। 

শনিবার (১৯ অক্টোবর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের ঢাকা বিভাগীয় ও ঢাকা জেলার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলীয় চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সে লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য আট বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।  

জাপা চেয়ারম্যান বলেন, আমরা যদি ঠিকভাবে সংগঠনকে সুসংগঠিত করতে পারি, তাহলে শিগগিরই ক্ষমতায় যাওয়ার দ্বার খুলে যেতে পারে।  

ঢাকা বিভাগীয় সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এতে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএম ফয়সল চিশতী, অ্যাড. সালমা ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, জহিরুল আলম রুবেল ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

ঢাকা জেলার সাংগঠনিক সভায় ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এক মাসের মধ্যে সম্মেলন করবে। কমিটির আহবায়ক করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য অ্যাড. সালমা ইসলাম ও সদস্য সচিব খান মোহাম্মদ ইস্রাফিল খোকনকে।  

এদিন সকাল ১১টার দিকে বনানী কার্যালয়ে রাজশাহী বিভাগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।