ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাঠকর্মীরাই নেতা নির্বাচন করবে

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
মাঠকর্মীরাই নেতা নির্বাচন করবে বক্তব্য রাখছেন নসরুল হামিদ বিপু। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, মাঠকর্মীরা সংগঠনের প্রাণ, তারাই সব সংগঠনের নেতা নির্বাচন করবে। সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব তৈরি করতে হবে।

শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ঈদগাহ ময়দানে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো নেতৃত্বে যেনো অনুপ্রবেশকারী না ঢুকে যায় সেদিকেও মাঠকর্মীদের খেয়াল রাখতে হবে।

অনুপ্রবেশকারীরা দলের জন্য হুমকি। সব ধরনের অপকর্ম তারাই করে অথচ বদনাম হয় আমাদের। তাই আমাদের সবারই এ বিষয়ে সোচ্চার হতে হবে।

জিনজিরা ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী ওদক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।