ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা হত্যা মামলায় অভিযুক্ত পেলেন সা. সম্পাদকের পদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
আ’লীগ নেতা হত্যা মামলায় অভিযুক্ত পেলেন সা. সম্পাদকের পদ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেলেন নিজ দলের নেতা হত্যা মামলার আসামি আব্দুল হামিদ ভোলা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ১০ নম্বর আসামি।

১৬ বছর পর শুক্রবার (১ নভেম্বর) ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হককে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভোলার নাম ঘোষণা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।

আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে সাধারণ সম্পাদক সম্মেলনে ঘোষণা করেন।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে রকিবুল হত্যা মামলার আরো কয়েকজন আসামি পদ পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, ২০১৬ সালের ৫ ডিসেম্বর ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ওরফে ফরিদ নিখোঁজ হন। পরদিন সকালে তার নিজ গ্রাম ভারইয়ের একটি পুকুর পাড় থেকে রকিবুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত রকিবুলের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। গোয়েন্দা পুলিশ এই মামলায় জড়িত থাকার অভিযোগে মাঈনুল হাসান মাসুদ ও মকবুল হোসেন তরফদারকে গ্রেপ্তার করে। পরে তারা রকিবুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে এ হত্যার সঙ্গে আব্দুল হামিদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। তদন্ত শেষে গত বছর ৫ মার্চ গোয়েন্দা পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে আব্দুল হামিদকে এ মামলার ১০ নম্বর আসামি করা হয়। আব্দুল হামিদ ভোলার ভূঞাপুর শহরের বাড়িতে এ হত্যার পরিকল্পনা এবং হত্যাকারীদের অর্থ দেওয়া হয় বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতাসহ অভিযোগপত্রভুক্ত আরো কয়েকজন আসামি আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেতে যাচ্ছেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা বলেন, রকিবুলকে যারা তাকে হত্যা করলো তারাই দলে উচ্চপদ পেলো। এরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই মামলার বিচার পাওয়ার পথ রুদ্ধ করবে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সময় দলে শুদ্ধি অভিযান চালাচ্ছেন সেই সময় হত্যাকারীরা পদ পাচ্ছেন।

ভূঞাপুর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।