ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে উস্কানি দিচ্ছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
‘বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে উস্কানি দিচ্ছে’

ঢাকা: করোনার দুঃসময়ে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, যারা সবসময় দেশের জনগণকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে, কিছু কিছু জায়গায় তারা উস্কানি দিচ্ছে। এদের ব্যাপারে সচেতন থাকতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীনদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এছাড়া তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় ইফতারসামগ্রী বিতরণ করেন।  

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ৷

খালিদ মাহমুদ বলেন, এ দুঃসময়ে বিএনপি ত্রাণ বিতরণ করছে না, জনগণের খোঁজও নিচ্ছে না। উল্টো জনগণকে উসকানি দিচ্ছে। আমাদের কাছে খবর আছে। সুস্পষ্টভাবে বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোকো উস্কানিদাতার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণ ও চিকিৎসায় প্রধানমন্ত্রী যে সমন্বয় করেছেন- পৃথিবীতে কেউ সেটা পারেনি। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ইউরোপ-আমেরিকা থেকে আমাদের দেশে করোনা সংক্রমণ কম।

তিনি বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর কৌশলের প্রশংসা করেছেন জাতিসংঘ, আইএমএফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সবাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের বন্ধন যখন আঞ্চলিক বন্ধনে রূপ নিচ্ছে, তখন দেশের ভেতরে বিএনপিসহ অন্য রাজনৈতিক দল টাস্কফোর্সের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা অত্যন্ত ভয়ানক। আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশকে একটি ছাতার নিচে নিয়ে এসেছেন। যেটা এর আগে কেউ পারেনি।  

খালিদ মাহমুদ বলেন, ডাক্তার, পুলিশ, মাঠ প্রশাসন সবাই দায়িত্ব নিয়ে কাজ করছে। নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারাও কাজ করছেন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই সারা দেশের জনগণের খোঁজ নিচ্ছেন। কেউ না খেয়ে থাকবে না, না খেয়ে কেউ অসুস্থ হয়নি। আপনাদের পরিচিত কারো খাবারের কষ্ট হলে আমাদের জানাবেন।

এদিন নৌপ্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকার ৯টি স্পটে ৫০০০ পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ত্রাণ বিতরণও অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।