ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যে কারণে ট্রাম্পের আগে হাজারী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
যে কারণে ট্রাম্পের আগে হাজারী

জীবাণুনাশকের ইঞ্জেকশন দিয়ে করোনা ভাইরাস ধ্বংস করা যায় কি না- তা নিয়ে গবেষণা শুরু করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে কোভিড-১৯ রোগীর শরীরে (ইউভি) বা অতি-বেগুনি আলোকরশ্মির তাপ দিয়ে করোনা ভাইরাস মেরে ফেলা যায় কিনা- সেটাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। 

বিশ্ব মোড়লের এমন পরামর্শে চারিদিকে হাসির রোল উঠেছে। চিকিৎসা জগতের লোকজনের কপালে উঠেছে চোখ।

কেউ যেন ট্রাম্পের দেখানো পথে না যায়, সে বিষয়ে এখন পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে ট্রাম্পেরও আগে এ বিষয়ে প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছেন আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিক জয়নাল হাজারী।

করোনা থেকে মুক্তি পেতে মানুষের বুক কেটে ফুসফুস বের করে স্যানিটাজার বা জীবানুনাশক দিয়ে ধুয়ে পরিষ্কার করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তার এ পরামর্শ নিয়ে দেশে কম হাসাহাসি হয়নি।

জয়নাল হাজারীই  যেহেতু এই সূত্র আগে দিয়েছেন, সে কারণে এ দিক থেকে বলাই যায়, ট্রাম্পের আগে জয়নাল হাজারী।

ট্রাম্পের পরামর্শে শুনে জয়নাল হাজারী তো হই হই রৈ রৈ করে উঠেছেন। ‘দেখ মিয়ারা, আমি যা বলেছি ট্রাম্পও এখন সেই কথা ই বলতেছে। আমি বললেই খালি দোষ’ এমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি।  

নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি বলাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেল, এখনতো ট্রাম্প ও বলেছে কীটনাশক দিয়ে ফুসফুস পরিষ্কার করার জন্য। ’

গত ৯ এপ্রিল ফেসবুক পেজে ফেনী-২ আসনের সাবেক এই সংসদ সদস্য জয়নাল হাজারী করোনা সংক্রমণে মৃত্যু এড়াতে ফুসফুস কেটে বের করে স্যানিটাইজার বা অ্যালকোহলে বা সাবান পানিতে তা ধুয়ে নেওয়া যায় কি না তা ভেবে দেখতে বলেন চিকিৎসকদের।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।