ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মার্কেট-দোকান খুলে দেওয়ায় সিপিবির উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ৫, ২০২০
মার্কেট-দোকান খুলে দেওয়ায় সিপিবির উদ্বেগ

ঢাকা: স্বাস্থ্য সুরক্ষায় যথেষ্ট পরিমাণে প্রস্তুতি ও পদক্ষেপ ছাড়াই মার্কেট, ব্যবসাকেন্দ্র ও দোকানপাট খুলে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (৫ মে) সিপিবির ‘কোভিড-১৯ রেসপন্স টিমের অনলাইনে অনুষ্ঠিত এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সিপিবির পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান।

সভায় নেতারা বলেন, করোনা সঙ্কট মোকাবিলায় বিশেষজ্ঞ-চিকিৎসকদের পরামর্শ সরকারের কাছে এখন গুরুত্বহীন। মালিকের মুনাফার স্বার্থ ও চাপে, আমলাতন্ত্রের দাবি-পরামর্শ ইত্যাদির ওপরে নির্ভর করে সরকার গার্মেন্ট-কারখানার পর দোকান, মার্কেট, শপিংমল, ব্যবসাকেন্দ্র খুলে দেওয়ার মতো বিপজ্জনক ও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এমন সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন করোনা-সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সরকারের এ আত্মঘাতী ও দায়িত্বহীন সিদ্ধান্ত দেশবাসীকে বিস্মিত করেছে।

সভায় আরও বলা হয়, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু গার্মেন্ট খোলার কথা বলা হলেও, প্রকৃতপক্ষে প্রায় সব গার্মেন্টই খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে গার্মেন্ট খোলার আগে যেসব ব্যবস্থা গ্রহণে কথা বলা হয়েছিল, তার কিছুই হচ্ছে না। গার্মেন্টস শ্রমিকদের ব্যাপক হারে সংক্রমিত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। গার্মেন্টস কারখানার পর দোকান-মার্কেট, ব্যবসাকেন্দ্র খুলে দিলে গোটা দেশই চরম বিপদের মধ্যে পড়বে। সরকার দ্রুত এ বিপজ্জনক ও আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে বলে দেশবাসী প্রত্যাশা করে।

এছাড়া একই সভা থেকে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ওপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ০৫, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।