ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বদর যুদ্ধ অন্যায়-অসত্যের বিরুদ্ধে হকের লড়াই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ১১, ২০২০
বদর যুদ্ধ অন্যায়-অসত্যের বিরুদ্ধে হকের লড়াই

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘বদর যুদ্ধ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে হকের লড়াই। বদর যুদ্ধের চেতনা থেকে শিক্ষা নিয়ে সব অন্যায়, সন্ত্রাস, দুর্নীতি ও চাল চোরদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।’

সোমবার (১১ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টন আইএবি মিলনায়তনে ত্রাণ বিতরণ পর্যালোচনা ও বদর দিবস উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘সরকারের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যেন কেউ কিছু বলতে না পারে, সেজন্য ডিজিটাল আইনের দোহাই দিয়ে সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানি করছে।

এ কালো আইন বাতিল করতে হবে। ’

তিনি বলেন, ‘করোনায় বিশ্ব ক্ষমতাধররাও ধরাশায়ী হয়ে গেছে। কাজেই সবাইকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই। ’

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আব্দুল আউয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম ও নকীব বিন হুসাইন, মু. হুমায়ূন কবীর, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক নাছির উদ্দিন, মুফতী আব্দুর রহমান বেতাগী, মুফতী শেখ নূরউন নাবী, এইচ এম সাইফুল ইসলাম, ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন, ছাত্রনেতা মাহবুবুর রহমান নাহিয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১১, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।