ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে পুলিশ সদস্যদের পিপিই দিলেন নেহরীন মোস্তফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ১৭, ২০২০
রাজধানীতে পুলিশ সদস্যদের পিপিই দিলেন নেহরীন মোস্তফা রাজধানীতে পুলিশ সদস্যদের পিপিই দিলেন নেহরীন মোস্তফা দিশি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার পুলিশ সদস্যদের পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।

রোববার (১৭ মে) এ তিন থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পিপিই হস্তান্তর করা হয়।

নেহরীন মোস্তফা দিশি বলেন, ‘পুলিশ সদস্যরা করোনা ভাইরাসের এ ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছেন।

সরকারের পাশাপাশি আমাদেরও উচিত তাদের নিরাপদ রাখার ব্যবস্থা করা। তাই আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য সামান্য এ উপহার দিলাম। ’

এসময় যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ ও কদমতলী থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান দেড় শতাধিক পিপিই নিয়েছেন এবং এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নেহরীন মোস্তফা দিশিকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ১৭, ২০২০ 
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।