ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিভিন্ন উপজেলা-ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
বিভিন্ন উপজেলা-ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিএনপি'র লোগো

ঢাকা: দেশের বিভিন্ন উপজেলার উপ-নির্বাচন, ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ও মেয়াদ শেষের নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।

এর আগে বিএনপির নির্দেশিত পন্থায় মনোনয়ন পেতে তৃণমূল নেতাদের সুপারিশসহ এসব প্রার্থী কেন্দ্রে আবেদন করেন।

তাদের আবেদন যাচাই বাছাই করে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৪৮ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন দলটি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান - ৩৭ জন। উপজেলা চেয়ারম্যান - ৮ জন, উপজেলা ভাইস-চেয়ারম্যান পুরুষ ২ জন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিলা -১ জন।

তিনি বলেন, যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবার নাম দেওয়া সম্ভব হয়নি। তবে অধিক সংখ্যক প্রার্থীর তালিকা দেওয়া হলো। উপজেলাগুলোতে বিভিন্ন কারণে উপ-নির্বাচন হচ্ছে। অপরদিকে ইউনিয়ন পরিষদগুলোর কোথাও উপ-নির্বাচন আবার কোথাও মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন হচ্ছে।


মনোনয়ন প্রাপ্তদের তালিকা

 

উপজেলা চেয়ারম্যান পদে

মো. মকলেছুর রহমান উপজেলা - মান্দা, জেলা নওগাঁ।

মো. নুর উন নবী, উপজেলা - যশোর সদর, জেলা যশোর।

মো. আব্দুল মজিদ, উপজেলা - পাইকগাছা, জেলা - খুলনা।

মো. মতিয়ার রহমান খান, উপজেলা- শরণখোলা, জেলা - বাগেরহাট।

মো. নরুল হক আফিন্দী, উপজেলা - জামালগঞ্জ, জেলা - সুনামগঞ্জ।

মো. আবদুস শুক্কুর পাটোয়ারী, উপজেলা - মতলব দক্ষিণ, জেলা - চাঁদপুর।

নাদীরা আক্তার, উপজেলা - শিবচর, জেলা মাদারীপুর।

মো. সাইফুল আলম, উপজেলা - দাউদকান্দি, জেলা কুমিল্লা।

 

উপজেলা ভাইস-চেয়ারম্যান

রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা - দিনাজপুর সদর, জেলা দিনাজপুর।

ফরিদা ইয়াছমিন, উপজেলা- দাউদকান্দি, জেলা কুমিল্লা।

রুহুল আমিন, উপজেলা-দাউদকান্দি, জেলা - কুমিল্লা।

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

সোহরাব হোসেন মীর, ইউনিয়ন - বড়িবাড়ি, উপজেলা - ইটনা, জেলা - কিশোরগঞ্জ।

আফজাল হোসেন, ইউনিয়ন - লক্ষীপাশা - উপজেলা - গোলাপগঞ্জ - জেলা - সিলেট।

মো. আব্দুর রফ আল মামুন, ইউনিয়ন - সাদীপুর, উপজেলা - ওসমানী নগর, জেলা - সিলেট।

আসকার আলী, ইউনিয়ন - সাচার, উপজেলা - কচুয়া, জেলা- চাঁদপুর।

মো. অলি উল্যা, ইউনিয়ন - ইছাপুর, উপজেলা - রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর।

মো. ইয়াকুব, ইউনিয়ন - সুয়াবিল, উপজেলা - ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম।

মো. আসিফ আকতার, ইউনিয়ন - হারামিয়া, উপজেলা - সন্দ্বীপ, জেলা - চট্টগ্রাম।

মো. সুফি মিয়া, ইউনিয়ন - মির্জাপুর, উপজেলা - শ্রীমঙ্গল, জেলা - মৌলভীবাজার।

পারভেজ হোসেন চৌধুরী, ইউনিয়ন - শাহজাহানপুর, উপজেলা - মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

মো. পারভেজ হোসেন, ইউনিয়ন - আদ্র, উপজেলা - বরুড়া, জেলা- কুমিল্লা।

মাসুদ করিম, ইউনিয়ন - মেহের দক্ষিণ, উপজেলা - শাহরাস্তি, জেলা - কুমিল্লা।

মো. সেলিম সরকার, ইউনিয়ন - সুলতানাবাদ, উপজেলা - মতলব উত্তর, জেলা - চাঁদপুর।

মো. আক্তার হোসেন, ইউনিয়ন - জহিরাবাদ, উপজেলা - মতলব উত্তর, জেলা - চাঁদপুর।

মোস্তফা কামাল, ইউনিয়ন - গেইট উত্তর, উপজেলা - কচুয়া, জেলা - চাঁদপুর।

নজরুল ইসলাম ভুইঁয়া, ইউনিয়ন - কেরোয়া, উপজেলা - রায়পুর, জেলা -লক্ষ্মীপুর।

তোফায়েল আহমেদ, ইউনিয়ন- চন্দ্রগঞ্জ, উপজেলা সদর, জেলা - লক্ষ্মীপুর।

জয়নাল আবেদিন, ইউনিয়ন - নানুপুর, উপজেলা - ফটিকছড়ি, জেলা - চট্টগ্রাম।

মো. আবু নাসের চৌধুরী, ইউনিয়ন - আধুনগর, উপজেলা - লোহাগড়া, জেলা - চট্টগ্রাম।

মো. খোরশেদ আলম শিকদার, ইউনিয়ন - লোহাগড়া, উপজেলা - লোহাগড়া, জেলা - চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এমএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।