ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গরিবদের রাস্তায় রাখলে উন্নয়নের মূল্য নেই: বাদশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
গরিবদের রাস্তায় রাখলে উন্নয়নের মূল্য নেই: বাদশা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, গরিব ও মেহনতি মানুষের ক্ষতি করে আমরা উন্নয়ন চাই না। গরিব মানুষদের রাস্তায় ফেলে রাখলে উন্নয়নের কোনো মূল্য নেই।

আগে গরিব মানুষের দিকে তাকাতে হবে। তারপর উন্নয়নের কথা ভাবতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার ছয়তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হবে।

ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে হাইটেক পার্ক হলো। সেখানে আগে যারা থাকতেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সবার কথা শুনেছি। তাদের সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এখন হাইটেক পার্কের নির্মাণ কাজ শেষের পথে। এটা রাজশাহীকে প্রযুক্তির নগরীতে পরিণত করবে। আমি রাজশাহীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের চেষ্টা করেছি। কোর্ট একাডেমি ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল। সেখানে নতুন ভবন হয়েছে। কয়েকদিনের মধ্যেই মহিষবাথান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের চারতলা নতুন ভবনের কাজ শুরু হবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এইচএম শহিদুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি সারোয়ার কামাল, সদস্য মুক্তিযোদ্ধা মাসুম আক্তারুজ্জামান বদি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত, নগরীর রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।