ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রফোরামের মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রফোরামের মানববন্ধন ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের মানববন্ধন

ঢাকা: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে নিষিদ্ধ করার দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আইনুল হক রেজার সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম সামছুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ আল মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং ফোরামের উপদেষ্টা মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক, ফোরামের উপদেষ্টা কে এম রিপন তালুকদার, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সামছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান, সাদেক আহসান, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক আরিফ বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।