ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সারা জাতি ছাত্রলীগের সোনার ছেলেদের দ্বারা নিপীড়িত: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
সারা জাতি ছাত্রলীগের সোনার ছেলেদের দ্বারা নিপীড়িত: গয়েশ্বর

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনি যোগ্য সন্তান হলে আপনার পিতার জানাজা যারা পড়েনি অথচ এখন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলছে তাদের আগে বিচার করুন।

শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের অব্যাহতির প্রতিবাদ এবং চলমান খুন-ধর্ষণের পৃষ্ঠপোষকদের বিচার দাবিতে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই ‘প্রতিবাদী যুব সমাবেশ’ হয়।

গয়েশ্বর চন্দ্র বলেন, বর্তমান সরকার তো যৌন চেতনা বৃদ্ধির সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে রক্ষা করছেন। অথচ সারা জাতি ছাত্রলীগের সোনার ছেলেদের দ্বারা নিপীড়িত।

তিনি বলেন, স্বাধীনতার ডাক যারা দেওয়ার কথা তারা দেয়নি। দিয়েছেন তৎকালীন সেনাবাহিনীর একজন মেজর, তিনি হলেন জিয়া। ১৭ এপ্রিল পর্যন্ত জিয়ার নেতৃত্বেই দেশ পরিচালনা হয়েছে। আমাদের আরেকবার নামতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে। বিশাল প্রতিবাদ গড়ে তুলতে হবে। যার ঢেউয়ে তারা ভেসে যাবে, যারা দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ভিন্নমতের কারণে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরিচ্যুত করা হয়েছে। তিনি পত্রিকায় কলামে সত্য কথা লিখে মতপ্রকাশ করেছেন। আজ তাকে যারা চাকরিচ্যুত করেছেন তাদেsরও একটা সময় চাকরিচ্যুত করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাবি সিন্ডিকেট দলদাস হয়ে কাজ করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অধ্যাপক মোর্শেদ কলাম লিখে তো অন্যায় করেননি। তার কলামে যে কথা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা তিনি সঙ্গে সঙ্গেই প্রত্যাহার করেছেন। তবুও তাকে ধরা হলো। আজকে অধ্যাপক মোর্শেদ যদি জাফর ইকবাল হতেন, তাকে ধরা হতো না! মোর্শেদ হাসানকে অব্যাহতি দিয়ে চরম অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তাকে পুনর্বহাল করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসান, যুবদলের সাইদ হাসান মিন্টু, ছাত্রদলের সাবেক নেতা জহির উদ্দিন তুহিন, জাতীয় মুক্তমঞ্চের ইসমাইল তালুকদার খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।