ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভাষা মতিন নীতির রাজনীতির আলোকবর্তিকা: মোস্তফা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
ভাষা মতিন নীতির রাজনীতির আলোকবর্তিকা: মোস্তফা ভাষা মতিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন/ ছবি: বাংলানিউজ

ঢাকা: একটি দেশের কল্যাণের জন্য প্রয়োজন আদর্শবান ও সৎ রাজনীতিবিদের। আজ যখন দেশে রাজনীতি পথহারা তখন বলতে হয় ভাষা মতিন ছিলেন নীতিহীন রাজনীতির বিরুদ্ধে আদর্শ-দেশপ্রেম আর সততার রাজনীতির আলোকবর্তিকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক আবদুল মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ ও জনগণের সর্বাধিক কল্যাণ এবং চূড়ান্ত অনিষ্ট করার সামর্থ্য বা ক্ষমতা রয়েছে রাজনীতি ও রাজনীতিকদের। কোনো দেশের রাজনীতি যদি হয় নীতিহীন, পচনগ্রস্থ তবে সে দেশটির অন্যান্য প্রতিষ্ঠানকেও সেই সংক্রমণ থেকে রক্ষা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশের রাজনীতি যখন পথহারা, রাষ্ট্র যখন দুর্নীতি, লুটপাট আর ধর্ষণের মতো ক্যান্সারে আক্রান্ত তখন মহান ভাষা আন্দোলনের অবিস্মরণীয় ও মহান রাজনীতিক ভাষা বীর আবদুল মতিনের জীবন আমাদের সব অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা যোগায়।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ গণসংস্কৃতি দল (বাগসদ) সভাপতি সরদার শামস আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জাতীয় জনতা ফোরাম সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূইয়া, নারী নেত্রী মির্জা শেলী, মিস চম্পা ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি এইচ.এম. মনিরজ্জামান প্রমুখ।

ভাষা মতিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি, বাংলাদেশ গণসংস্কৃতি দল (বাগসদ), জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, জাতীয় জনতা ফেরাম।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।