ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি এখন নালিশ পার্টি হিসেবে পরিচিত: বিএম মোজাম্মেল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
বিএনপি এখন নালিশ পার্টি হিসেবে পরিচিত: বিএম মোজাম্মেল 

যশোর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির নেতারা এখন জনগণ থেকে বিছিন্ন। তারা এখন রাজনৈতিক পার্টি নেই, নালিশ পার্টি হিসেবে পরিচিত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে যশোর সদর উপজেলা ও যশোর পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

আসন্ন ২০ অক্টোবর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে যশোর জেলা পরিষদ (বিডি হলে) এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।  

তিনি আরো বলেন, বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে দুর্নীতি নিয়ে। কিন্তু তাদের শাসনামলে এই দেশে দুর্নীতির মহোৎসব হয়েছে। কিন্তু শেখ হাসিনার শাসনামলে দেশে রেকর্ড উন্নয়ন হচ্ছে। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে কেউ আর আখ্যায়িত করতে পারে না। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে। মেট্রোরেল হচ্ছে। এই দেশের জনগণের সকল সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে অসংখ্যা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছে। কোনো হতদরিদ্র পরিবারের সন্তানেরা নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য প্রাথমিক স্তরে ১ কোটি ৭৬ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নুর জাহান ইসলাম নীরা, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।