ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্ষণের প্রতিবাদে সচিবালয়ের সামনে গণসংহতির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
ধর্ষণের প্রতিবাদে সচিবালয়ের সামনে গণসংহতির বিক্ষোভ

ঢাকা: ধর্ষণের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন। সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আন্দোলন করে সংগঠনটি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অন্যান্যরা। তবে বৃষ্টির কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করায় বক্তব্য রাখতে পারেননি জোনায়েদ সাকি।  

এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, নোয়াখালীর ঘটনা প্রকাশ পাওয়ার এক মাস আগের ঘটনা। এর আগে পুলিশ কিছুই জানতো না। এ এক মাস পুলিশ তাহলে কি করলো? তারা শুধু যাদের ভিন্নমত তাদের দমন করতে পারে। সবাইকে বলছি না, কিন্তু পুলিশের অনেকেই এমন।

ভিপি নুরুল হক নুর বলেন, এ যে ধরনের সংস্কৃতি সেটা একদিন গড়ে ওঠেনি। যুবলীগের ক্যাসিনো কাণ্ড দেখেছেন। এ নেতারাই মদদ দেয়। আমরা এ সরকারকে বলবো যথেষ্ট হয়েছে। বিশ্বের কোনো স্বৈরশাসক চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। আমরা চাই না মুক্তিযুদ্ধের দল, বঙ্গবন্ধুর দল স্বৈরশাসক হোক আর তাদের ক্ষমতা ছেড়ে বিদায় নিতে হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ক ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।