ঢাকা: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশীদ আলম মতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. খুরশীদ আলম মতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ফুলাবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামকে। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহিষ্কৃত খুরশীদ আলম মতির ছোট ভাই শিল্পপতি মাহমুদ আলম লিটন। খুরশীদ আলম দলীয় প্রার্থীর সঙ্গে না থেকে নিজের ভাইয়ের পক্ষে থাকার কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমএইচ/আরবি