ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

অস্ত্রসহ সিলেট মহানগর যুবলীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৩, ২০২১
অস্ত্রসহ সিলেট মহানগর যুবলীগ নেতা গ্রেফতার

সিলেট: অস্ত্রসহ সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিদেশি একটি রিভলবার, ২টি গুলি ও হেরোইন।

গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।

সোমবার (৩ মে) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।  

এর আগে রোববার (২ মে) মধ্য রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) এএসপি ওবাইন রাখাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি রিভলবার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার উদ্ধার করে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ০৩, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।