ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

 উল্লাপাড়ায় জামায়াতের ৮ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ৪, ২০২১
 উল্লাপাড়ায় জামায়াতের ৮ নেতা আটক আটকরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈঠক চলাকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (০৪ মে) ভোর রাতে পৌর এলাকার ঝিকিড়া মহল্লায় এ অভিযান চালানো হয়।

 

আটকরা হলেন- উপজেলা জামায়াতের সাবেক আমির মো. সাইফুল ইসলাম (৪৫), তার স্ত্রী মহিলা জামায়াতের আমির মোছা. এলিজা পারভীন, জামায়াত নেতা মো. শায়েক মাহমুদ (২৭), রিয়াজ উদ্দিন (৩৭), হাফুজুল ইসলাম (৩০), শাহিন দুলাল (৪৬), মো. রায়হান আলী (৪২), আফসার আলী (৪৭), মোছা. এলিজা পারভীন (৩০)। আটক অপর ব্যক্তিরা উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পদে রয়েছেন।  

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার দাস জানান, মঙ্গলবার ভোর রাতে পৌর এলাকার ঝিকিড়া মহল্লায় নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল জামায়াত নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৮ নেতাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি হকিস্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।