ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

অসহায় মানুষের মধ্যে জাপার ইফতার বিতরণ

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ৪, ২০২১
অসহায় মানুষের মধ্যে জাপার ইফতার বিতরণ

ঢাকা: কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (৪ মে) বিকেলে জাপার কাকরাইল কার্যালয় প্রাঙ্গণে প্রায় ৫ শতাধিক মানুষের মধ্যে এ ইফতার বিতরণ করা হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা প্রধান অতিথি হিসেবে এ ইফতার বিতরণ করেন।

এসময় সাহিদুর রহমান বলেন, করোনা মহামারিতে দল-মত, জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশবাসীর পাশে দাঁড়াতে হবে। জাতীয় পার্টি করোনা প্রকোপের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

তিনি বলেন, জনগণ বাঁচলে দেশ বাঁচবে। আর দেশ বাঁচলে আমরা রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ পাবো। তাই সব ভেদাভেদ ভুলে অসহায় ও দুস্থ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।

এসময় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা, বেলাল হোসেন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সাহিত্য সম্পাদক সুমন আশরাফ, ধর্ম সম্পাদক এসএম আল জুবায়ের,  কেন্দ্রীয় নেতা ফায়েকুজ্জামান ফিরোজ, মাহমুদ আলম, শমরেশ মন্ডল মানিক, হুমায়ুন কবির শাওন, সারোয়ার হোসেন ও অ্যাডভোকেট ইমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৪, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।