ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

কাজ দিয়ে সমালোচনার জবাব দেব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
কাজ দিয়ে সমালোচনার জবাব দেব ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা সমালোচনা করছেন, আমরা তাদের সমালোচনা ও অপপ্রচারের জবাব দেব আমাদের উন্নয়ন ও অর্জন দিয়ে। তোমরা সমালোচনা করো, আমরা কাজ দিয়ে ও মানুষকে খুশি করে জবাব দেব।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুরে সূচনা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিতর্কিতদের আপনারা দলে ঠাঁই দেবেন না। নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে এদের খুঁজে পাওয়া যায় না। দলের দুঃসময়ে ত্যাগী নেতা ও খাঁটি কর্মীরাই থাকবে, বিতর্কিত ও খারাপ লোকেরা থাকবে না। ভালো মানুষ যত আওয়ামী লীগে আসবে আওয়ামী লীগ তত শক্তিশালী হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সলিমউল্লাহ সলুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।