ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাজনীতি

২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করবে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করবে জাপা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে দিনটা পালন করবে জাতীয় পার্টি।

 

বুধবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
  
এতে বলা হয়, দিবস উপলক্ষে আলোচনা সভা আগামী ২৩ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (কাকরাইল) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। উপজেলা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য ইতোমধ্যেই কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায়  জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, সেমিনার ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে দিবসটি পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।