ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তেলের বোতল ও থালা নিয়ে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
তেলের বোতল ও থালা নিয়ে যুবদলের বিক্ষোভ

বরিশাল: পেঁয়াজ, তেলের বোতল ও থালা নিয়ে মিছিল করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ করে যুবদল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা শহরের অলিতে গলিতে জড়ো হতে থাকেন। তারা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তাদের অনেকের হাতেই লাঠির মাথায় তেলের বোতল, পেঁয়াজ, আলু ও স্টিলের থালা দেখা যায়।

যুবদলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরের সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।