ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতাল, ঘোষণা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতাল, ঘোষণা শুক্রবার

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ২৮ মার্চ দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেছে।   

আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালসহ অন্যান্য কর্মসূচি  ঘোষণা করবে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে বাম বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সিপিবির একটি সুত্রে জানা যায়, ২৮ মার্চ হরতালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কাল সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে। হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্নয়ক সাইফুল হক বাংলানিউজকে বলেন, আগামীকাল ১১টায় সিপিবি অফিস মুক্তি ভবনে আমাদের বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা হরতালসহ বেশ কিছু কর্মসূচির ঘোষণার পরিকল্পনা করেছি। শুক্রবার সকাল ১১টায় আমরা কর্মসূচি ঘোষণা করব।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।