ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ৬ নম্বর বাসন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা নয়বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক আর নেই।
শুক্রবার (১১ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত এ রাজনীতিবিদ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মোবারক হোসেন মল্লিকের জামাতা রাকিব তালুকদার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি চেয়াম্যানের পাশাপাশি তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহ্বায়কের দায়িত্বসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, যুক্ত ছিলেন বিভিন্ন সংগঠনের সঙ্গে। তার মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক জানিয়েছেন।
২০২১ সালের ২১ জুন স্থানীয় সরকারী নির্বাচনে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসআই